বারো শব্দের বাংলা অর্থ সংখ্যা বা সংখ্যক, দ্বাদশ। বারোই/ ই মাসের দ্বাদশ দিবস বা তারিখ। বারোইয়ারি, বারোয়ারি, বারোয়ারী বন্ধুস্থানীয় বারো জন বা বহু জনেরসমমনা বারো জন বা বহু জনের সমন্বয়ে গঠিত, অনুষ্ঠিত বা গৃহীত। বারোভূঁইয়া, বারোভূঁঞা দ্বাদশ ভূম্যধিকারী, পাঠান রাজত্বের শেষভাগের কেদার রায়, ঈশা খাঁ, প্রতাপাদিত্য প্রভৃতি বঙ্গের বারো জন বা ততোধিক শক্তিশালী সামন্ত রাজা। বারো মাস ত্রিশদিন সর্বদা, সর্বক্ষণ। বারো মাসি, বারো মাস্যা বিরহিণী নারীর এক বৎসরব্যাপী দুখের কাহিনী নিয়ে রচিত কবিতা। বারেমাসের তেরো পার্বণ পার্বণাধিক্য বোধকপার্বণ বা উৎসব লেগেই আছে এমন অবস্থা। বারো মেসে বৎসরের সকল সময়েই জন্মে এমন। বারো হাত কাঁকুড়ের তেরো হাত বিচি অতিরিক্ত দীর্ঘ,

বারো এর বাংলা অর্থ