বাসী শব্দের বাংলা অর্থ মলিন, শুস্ক। টাটকা নয় এমন। পূর্বদিনের বা পূর্বরাত্রের প্রস্তুত। গত, পুরনো। নতুনত্বহীন। বাসি কাপড় যে কাপড় আগের রাত্রে বিশেষত শয়নকালে ব্যবহৃত হয়েছে। বাসি ঘর যে ঘরে সকাল বেলা থেকে ঝাঁট পড়েনি। বাসি দুধ পূর্ব দিন দোহন করা বা জ্বাল দেওয়া দুধ। বাসি পানি, বাসি জল যে পানি পূর্ব দিনে বা রাত্রে তোলা হয়েছে। বাসি ফুল বিগত রাতে বা দিনে তোলা ফুল। বাসি বিয়ে হিন্দু বিবাহের পরদিন আচরণীয় অনুষ্ঠানসমূহ। বাসি ভাত আগের দিন বা রাত্রে রাঁধা ভাত। বাসি মড়া হিন্দুমতে যে মৃতদেহ মৃত্যু দিনে রাতের মধ্যে দাহ না করে রাখা হয়েছে। বাসি মুখ সকালে ঘুম ভাঙার পর যে মুখ ধোয়া হয়নি,

বাসী এর বাংলা অর্থ