বিপদ শব্দের বাংলা অর্থ আপদ, বিপত্তি। দুর্দশা, দুরবস্থা। দুর্ঘটনা। ঝঞ্ঝাট। বিপৎকাল, বিপদকাল বিপদপূর্ণ সময়, বিপত্তিপূর্ণ সময়। বিপদ্‌গর্ভ বিপদপূর্ণ, বিপত্তিময়। বিপদপ্রাজ্ঞ বিপদ সম্বন্ধে জ্ঞানী। বিপদবহুল বিপত্তিময়, বিপদপূর্ণ। বিপদভঞ্জন যে বিপদ নাশ করে, বিপদ দূরকারী, আপদ মোচনকারী। বিপৎসংকুল, বিপদসংকুল বিপদবহুল, সংকটাপন্ন। বিপদাত্মক বিপদ আছে এমন, বিপজ্জনক। বিপদাপদ সঙ্কট, আপদবিপদ, নানা রকম বিপদ। বিপদাপন্ন সংকটাপন্ন, আপদগ্রস্ত, বিপন্ন। বিপদুদ্ধার সংকটমোচন, বিপদ থেকে নিষ্কৃতি,

বিপদ এর বাংলা অর্থ