বিশ্ব শব্দের বাংলা অর্থ পৃথিবী ও তার বাইরের গ্রহনক্ষত্রসমন্বিত সমস্ত স্থান, ব্রহ্মাণ্ড, পৃথিবী, ভূবন, জগত্। সর্ব, সমগ্র, যাবতীয়। কবি পৃথিবীর শ্রেষ্ঠ বা অন্যতম শ্রেষ্ঠ কবি, যে কবির কাব্য সমগ্র পৃথিবীর সমাদরের যোগ্য।কর্মা দেবশিল্পী, যাবতীয় শিল্পের অধিদেবতা।কেতু মদন, কামদেব।কোষ, কোশ পৃথিবীর সমস্ত বিষয়ের তথ্যকোষ বা অভিধান, emcyclopaedia.,গ্রাসী সমগ্র পৃথিবীকে গ্রাস করতে চায় এমন,চক্র জগত্, চরাচর।চরাচর স্থাবরজঙ্গমাদিসহ মানবজাতি।জনীন পৃথিবীর সমস্ত মানুষ সম্বন্ধীয় সর্বজনহিতকর। যজ্ঞবিশেষ। জনীনতা।জোড়া পৃথিবীব্যাপী,তোমুখী সর্বতোমুখী, সর্বাত্মক,ত্রাস পৃথিবীর সমস্ত লোককে যে ভীত করে।দেব অগ্নি, ের দেবতা, গণদেবতাবিশেষ।নাথ জগদীশ্বর, মহাদেব।নিন্দুক নিন্দক সবার বা সমস্ত বিষয়ের নিন্দাকারী, সবকিছুকেই যে নিন্দা করে।পরিক্রমা সমগ্র পৃথিবী ভ্রমণ বা পরিক্রমা।পা জগত্পালক, পরমেশ্বর, সূর্য, চন্দ্র, অগ্নি।পাতা জগত্পালক।প্রকৃতি সমগ্রের প্রকৃতি।প্রেম সর্বজনের প্রতি সমান প্রেম বা প্রীতি।প্রেমিক ের সকল মানুষ ও প্রাণীকে ভালোবাসে এমন।বকা, বকাট, বকাটে, বখা, বখাটে যত্পরোনাস্তি ফাজিল বা বখেযাওয়া।বাসী জগদ্বাসী, জগতে বাসকারী, জগতের সমগ্র মানবজাতি।বিখ্যাত সারা পৃথিবীতে খ্যাত।বিজয়ী সমগ্র পৃথিবীকে জয়কারী।বিদ্যালয় সর্বপ্রকার বিদ্যাশিক্ষার জন্য উচ্চতম প্রতিষ্ঠান, university.,বিধাতা সৃষ্টিকর্তা, ঈশ্বর।বিমোহন, বিমোহী সমগ্র জগত্মুগ্ধকারী।স্ত্রীবিমোহিনী।বিশ্রুত সারা জগতে প্রসিদ্ধ।বীক্ষা সমগ্র সম্পর্কে জ্ঞান বা অভিজ্ঞতা।ব্যাপী পৃথিবীর সকল স্হানে বিস্তৃত, সর্বত্র বর্তমান।ব্রহ্মাণ্ড সমস্ত জগত্, ত্রিভুবন।ভাষা পৃথিবীর সকল স্হানের ও মানুষের মধ্যে প্রচলিত একই ভাষা।ভ্রাতৃত্ব পৃথিবীর সমস্ত লোকের মধ্যে ভ্রাতৃবত্ সৌহার্দ্য।মৈত্রী ের সমস্ত মানুষে মানুষে বন্ধুত্ব।ম্ভর কে যিনি ধারণ করেন।ম্ভরা পৃথিবী।যুদ্ধ সমগ্র পৃথিবী জুড়ে যুদ্ধ।রূপ, মূর্তি অনন্তরূপী, যে এক দেহের মধ্যে সমস্ত পৃথিবী প্রতিফলিত হয়, বিরাটরূপী নারায়ণ, পরমেশ্বর।লোক,সংসার নিখিল জগত্।শান্তি পৃথিবীর সব দেশের মানুষের শান্তি।সাহিত্য ের সাহিত্য, সর্বদেশকালোপযোগী সাহিত্য। জগৎ। সমস্ত, সমুদয়, সকল, সব, যাবতীয়। কর্মা হিন্দু দেবতাবিশেষ, যিনি শিল্পের দেবতারূপে খ্যাত। কোষ জ্ঞানবিজ্ঞানের বিভিন্ন শাখার আলোচ্য বিষয় নিয়ে সংকলিত এবং সাধারণত একাধিক খণ্ডে বর্ণানুক্রমিকভাবে বিন্যস্ত গ্রন্থবিশেষ, encyclopedia। চরাচর সমগ্র দৃশ্যমান জগৎ। জন মানব জাতি, মানব সাধারণ, পৃথিবীর সমস্ত মানুষ। জনীন জগদ্ব্যাপী। ের মঙ্গলজনক, সর্বজনহিতকর। সকল মানুষ সম্পর্কীয়। জিৎ যিনি কে জয় করেছেন। যজ্ঞবিশেষ। ত/ত সর্বত, সর্বত্র। দেব অগ্নি, আগুন। হিন্দুমতে গণদেবতা। নাথ জগদীশ্বর, কাশীর বিখ্যাত শিবলিঙ্গ। হিন্দুদেবতা শিব। নিখিল সমগ্র জগৎ। নিন্দক, নিন্দুক যে সব কিছুর নিন্দা করে, প্রত্যেকের নিন্দাকারী। পা জগতের পালক, পরমেশ্বর, খোদা, আল্লাহ্‌তালা। পাতা পিতা, জগৎপালক। প্রেম সর্বজনের প্রতি সমান ভালোবাসা বা প্রীতি। প্রেমিক ের সর্বজনকে ভালোবাসে এমন। বকাটে, বখাটে চরম দুষ্ট লোক, সর্বাপেক্ষা দুষ্টচরিত্রের লোক। বাসী ের সমগ্র মানবজাতি, জগতেরজনগণ। জগদ্বাসী। বিদ্যালয় সর্বপ্রকার বিদ্যাশিক্ষার জন্য সর্বোচ্চ প্রতিষ্ঠান, university। বিধাতা সৃষ্টিকর্তা, পরমেশ্বর, আল্লাহ। বিমোহন, মোহী সমস্ত জগৎ মুগ্ধকারী, ভুবনমোহন। বিমোহিনী। বিলোপ কে মুছে দেয় এমন। বিশ্রুত জগৎবিখ্যাত, জগতের সর্বত্র প্রসিদ্ধ, ভুবনবিখ্যাত। ব্যাপী পৃথিবীর সব জায়গায় বিস্তৃত, সকল স্থানে বর্তমান। মৈত্রী জগতের সকলের সঙ্গে বন্ধুত্ব বা মিত্রতা, universal friendship। ম্ভরা ের ধারক, জগতের আশ্রয়, পৃথিবী। রূপ ঈশ্বর। অনন্ত রূপ। সমগ্র জগৎ যাঁর রূপ বা আকৃতি। সংসার⇒নিখিল। সাহিত্য সকল দেশ বা সকল যুগের উপযোগী যে সাহিত্য। জগতের সাহিত্য, বিখ্যাত গ্রন্থ। াশ্লেষী পরিব্যাপক বা মিলন সংঘটক,

বিশ্ব এর বাংলা অর্থ