বিষ শব্দের বাংলা অর্থ গরল, হলাহল, যে পদার্থ দেহে প্রবেশ করলে অসুস্থতা ঘটে বা মরণ হয়। দ্বেষ, হিংসা। অত্যন্ত বিরক্তিকর ব্যক্তি বা বস্তু। বিষকন্যা নিয়মিত সেবন দ্বারা অন্যের হত্যাকারীরূপে সৃষ্ট বালিকা। বিষকুম্ভ গরলের কলসি, বিষপূর্ণ কলসি। হিংসাপূর্ণ হৃদয়বিশিষ্ট ব্যক্তি। বিষক্রিয়া বিষের পরিণাম, বিষের প্রভাব, দেহে বিষের প্রতিক্রিয়ায় যে অসুস্থতা ঘটে বা মরণ হয়। বিষঘ্ন বিষক্রিয়া নষ্টকারী। বিষচক্ষে কুনজরে। বিষজড়া কঠোর দণ্ড দিয়ে সংশোধন করা। বিষণ বিষপ্রয়োগ, বিষপ্রদান। বিষদ বিষদান করে যে, বিষদাতা। বিষদন্ত, বিষদাঁত সাপের যে দন্তমূলে বিষের থলি থাকে। তেজের বা অহঙ্কারের মূল কারণ। বিষদাঁত ভাঙা অনিষ্ট করার শক্তি নষ্ট করা। বিষদিগ্ধ বিষে জর্জরিত, বিষমিশ্রিত। বিষদিগ্ধা। বিষদষ্ট হলাহলপূর্ণ, বিষাক্ত। বিষদৃষ্টি, দৃষ্টিনয়ন কুনজর। অতিশয় বিদ্বেষ বা শত্রুতা। হিংসাপূর্ণ দৃষ্টি, হিংসা দৃষ্টি। বিষ নয়নে বা বিষ দৃষ্টিতে পড়া কুনজরে পড়া, বিরাগভাজন হওয়া। বিষ নাই তার কুলোপানা চক্কর, বিষ নাই কুলোপানা চক্র অক্ষম ব্যক্তির বৃথ আস্ফালন। বিষনাশক বিষঘ্ন। বিষপ্রয়োগ হত্যা করার উদ্দেশ্যে দেহে বিষ প্রবেশ করানো। বিষফল যে বিষ থাকে, বিষাক্ত ফল। বিষবিদ্যা বিষের চিকিৎসাশাস্ত্র, দেহাদি হতে বিষ দূর করার বিদ্যা। বিষবৃক্ষ যে বৃক্ষের ফল বিষময়। যা লালন করলে নিজেরই সর্বনাশ হয়। যে আশ্রিত ব্যক্তি আশ্রয়দাতার সর্বনাশ সাধন করে। বিষবৈদ্য ওঝা, বিষক্রিয়ার চিকিৎসা জানে যে। বিষ মারা বিষ নষ্ট করা। তেজ খর্ব করা। বিষমুখ বিষযুক্ত মুখ। কটুভাষী। বিষহর বিষঘ্ন, বিষ নাশ করে এমন। বিষহরা। বিষহরী হিন্দুদেবী মনসা,

বিষ এর বাংলা অর্থ