বিষয় শব্দের বাংলা অর্থ বিষয় ইন্দ্রিয়গ্রাহ্য পদার্থ, ভোগ্য বস্তু সম্পত্তি পাত্র, আস্পদ অধিকারভুক্ত স্হান, জেলা, আলোচ্য বা বর্ণনীয় বস্তু কারণ, হেতু সম্বন্ধীয় ব্যাপার। বিষয়আশয় ধনসম্পত্তি।বিষয়ক বহুব্রীহি সমাসে উত্তরপদরূপে বিষয় শব্দের রূপ, সম্পর্কিত, সংক্রান্ত,বিষয়কর্ম বৈষয়িক বা সাংসারিক কাজ, সম্পত্তি রক্ষণাবেক্ষণের বা পরিচালনার কাজ।বিষয়জ্ঞান কাণ্ডজ্ঞান, বাস্তবজ্ঞান, সম্পত্তি ইত্যাদি সম্পর্কে জ্ঞান।বিষয়তৃষ্ণা, বিষয়বাসনা, বিষয়লালসা ধনসম্পত্তির বা সাংসারিক সুখভোগের লোভ।বিষয়পরায়ণ ধনসম্পদের প্রতি আসক্ত, ঘোর সংসারী।বিষয়বস্তু আলোচ্য বা বক্তব্য পদার্থ, মূল আলোচ্য বিষয়,বিষয়বিতৃষ্ণা, বিষয়বৈরাগ্য ধনসম্পত্তি প্রভৃতি ভোগে অনিচ্ছা বা ঔদাসীন্য।বিষয়বুদ্ধি বৈষয়িক বা সাংসারিক জ্ঞান, বিষয়আশয় পরিচালনার বুদ্ধি।বিষয়সূচি আলোচ্য ব্যাপারসমূহের ধারাবাহিক তালিকা।বিষয়ান্তর অন্য বিষয়।বিষয়াসক্তি ধনসম্পত্তির বা ভোগ্যবস্তুর প্রতি আকর্ষণ।বিষয়ী বিষয়াসক্ত, সম্পত্তিশালী। আত্মা, জ্ঞাতা, ইন্দ্রিয়।বিষয়ীভূত বিষয়ের অন্তর্ভুক্ত। ভোগ্য পদার্থ, যা ইন্দ্রিয়গণকে আকৃষ্ট করে। ধন, সম্পত্তি। আলোচ্য বা বর্ণনীয় বস্তু। বিস্তৃত অঞ্চল, জেলা। অধিকারভুক্ত জায়গা। বিষয়আশয় ধনসম্পত্তি, অর্থসম্পদ। বিষয়ক সংক্রান্ত, সম্বন্ধীয়, বিষয়ে। বিষয়কর্ম সাংসারিক বা সম্পত্তিগত ব্যাপার। জমিদারি রক্ষণাবেক্ষণ বা পরিচালনার কাজ। বিষয়তৃষ্ণা, বিষয়বাসনা, বিষয়লালসা ধনপিপাসা, সাংসারিক সুখভোগের অভিলাষ। বিষয়পরায়ণ, বিষয়াসক্ত ভোগ্যবস্তুরপ্রতি আসক্ত, ধনসম্পত্তির প্রতি অনুরক্ত। অত্যন্ত সংসারী। মোহবিষ্ট, মোহাচ্ছন্ন। বিষয়বস্তু বর্ণনীয় বিষয়, subject matter। বিষয়তৃষ্ণা, বিষয়বৈরাগ্য ধনসম্পত্তিতে অনাসক্তি। বিষয়বুদ্ধি বৈষয়িক জ্ঞান, সাংসারিক জ্ঞান, সম্পত্তি পরিচালনায় কুটবুদ্ধি। বিষয়সূচি আলোচ্য ঘটনা বা বিষয়সমূহের ধারাবাহিক তালিকা। বিষয়ান্তর প্রসঙ্গান্তর, আলোচনার এক বিষয় থেকে অন্য বিষয়। বিষয়াসক্তি ধনসম্পত্তির প্রতি আকর্ষণ, বিষয়ানুরাগ, ভোগ্যবস্তুর প্রতি অনুরক্তি। বিষয়ী আত্মা, জ্ঞাতা, ইন্দ্রিয়। ধনী, সম্পত্তিশালী। বিষয়াসক্ত। বিষয়ীভূত আলোচনা সম্পর্কিত, বিষয়ের অন্তর্গত,

বিষয় এর বাংলা অর্থ