বুক শব্দের বাংলা অর্থ বক্ষস্থান। ছাতি। অন্তর, হৃদয়। বুক চাপড়ানো শোক প্রকাশপূর্বক বারংবার বুকে চাপড় মারা। বুক চিতিয়ে চলা অসঙ্কুচিত হয়ে অগ্রসর হওয়া, সাহসের সঙ্গে অগ্রসর হওয়া। বুকজল বুক পর্যন্ত ডুবে যায় এমন গভীর জল। বুক ঠোকা সাহস বা ভরসা প্রকাশ করা, বুকে আঘাত করে সাহস দেখানো। বুক দাশ হাত হওয়া, বুক ফুলে ওঠা আনন্দিত হওয়া, গর্বিত বা অহঙ্কৃত হওয়া। বুক দিয়া পড়া, বুক দেওয়া সর্বান্তকরণে সাহায্য করা। বুক পাতা দুখকষ্ট সহ্য করতে প্রস্তুত থাকা। বুক ফাটা দুখে হৃদয় ফেটে যাওয়া, প্রচণ্ড দুখ বা শোক পাওয়া। বুক ফাটে তো মুখ ফোটে না মনের গোপন কথা প্রকাশ করার ভীষণ ইচ্ছা সত্ত্বেও মুখে না বলা। বুক ফোলানো অহঙ্কার প্রকাশ করা। বুক বাঁধা সাহসে ভরা করা। বিপদে ধৈর্য ধারণ করা। বুক ভাঙ্গা প্রবল দুখবাচক। দুখেশোকে মর্মান্তিক কষ্ট পাওয়া। বুক শুকানো ভয় ইত্যাদির জন্য হৃদয়ে শুষ্কতা অনুভব করা, নিরুৎসাহ বোধ করা। বুকে ঢেঁকির পাড় পড়া তীব্র আতঙ্কে প্রবল বেগে হৃদপিণ্ডের স্পন্দন হওয়া। বুকে পিঠে করে মানুষ করা অত্যন্ত আদরে ও যত্নে লালন করা। বুকে বসে দাড়ি উপড়ানো আশ্রয়দাতা বা প্রতিপালকের অনিষ্ট সাধন করা। বুকে বাঁশ ডলা, বুকে বাঁশ দেওয়া বাঁশ দ্বারা বুক দলন করা, কঠিন শাস্তিবিশেষ। বুকের পাটা বুকের প্রসার, ছাতি। শক্তি, সাহস, দুসাহস। বুকের রক্ত চুষে খাওয়া নির্যাতন করে ক্রমশ মৃত্যু ঘটানো। বুকের রক্ত দেওয়া প্রাণপণে জীবন দেওয়া, সর্বান্তকরণে জীবন বিসর্জন দেওয়া, আত্মত্যাগ করা। বুকে হাত দিয়ে বলা আন্তরিকতা বা সাহসের সঙ্গে বলা, বিবেকের নির্দেশ মেনে চলা,

বুক এর বাংলা অর্থ