বুড় শব্দের বাংলা অর্থ বৃদ্ধ ব্যক্তি। প্রবীণ। অতি পুরনো, প্রাচীন। অতিশয় বয়স্ক। পরিপক্ব, জেঠা, ফাজিল, অকালপক্ব। বুড়া আঙ্গুল অঙ্গুষ্ঠ, বৃদ্ধাঙ্গুলি। বুড়া আঙুল দেখানো ফাঁকি দেওয়া। বুড়ি, বুড়ী। বুড়াটে, বুড়ুটে, বুড়োটে বৃদ্ধ সদৃশ, বুড়ার মতো। প্রায় বুড়ো। বুড়াপনা, বুড়োপনা, বুড়ামি, বুড়োমি, বুড়োমো পাকামি, জেঠামি, বৃদ্ধ না হয়েও তদ্রূপ আচরণ বা ব্যবহার। বুড়ি ছুঁয়ে থাকা নামমাত্র নিয়ম পালন করা। বুড়ো মেরে খুনের দায় সামান্য অপরাধে গুরুতর ফল ভোগ করা। বুড়ো শালিকের ঘাড়ে রোঁবৃদ্ধ বয়সে শিশু বা যুবকের মতো আচরণ। বুড়োহাড় অভিজ্ঞ লোক,

বুড় এর বাংলা অর্থ