বে শব্দের বাংলা অর্থ বিহীন, বিনা, ব্যতীত, ছাড়া। অভাব, বিরোধ, নিন্দা, বৈপরীত্য ভাব প্রকাশক শব্দ। বেআইন, বেআইনি আইনের বাইরে, আইনের বিরুদ্ধে। অবৈধ। বেআক্কেল জ্ঞানহীন, বির্বোধ, কাণ্ডজ্ঞাহীন। বেআদব, বেয়াদব অভদ্র, শিষ্টাচারহীন, অশিষ্ট। বেআদবি, বেয়াদবি অভদ্রতা, অশিষ্টচার। বেআন্দাজ বেহিসাব, পরিমাণ সম্বন্ধে যার জ্ঞান নেই। বেআবরু বেপর্দা। শ্লীলতাহীন, সম্ভ্রম বা সম্মানহীন। অপমান, অসম্মান। বেইজ্জত অসম্মানিত। অপমানিত। বেইজ্জতি মানহানি, অপমান। বেইমান, বেঈমান বিশ্বাসঘাতক, নিমকহারাম। ধর্মবিশ্বাসহীন। বেইমানি, বেঈমানি বিশ্বাসঘাতকতা। বেএক্তিয়ার এলাকার বাইরে এমন, এলাকাবহির্ভূত। ক্ষমতাহীন। উপায়হীন। বেসামাল। অধিকারবহির্ভূত। বেওজর অজুহাত নেই এমন, আপত্তিহীন। বেওফা অকৃতজ্ঞ, নিমকহারাম, প্রতিজ্ঞা ভাঙ্গকারী। বেওয়ারিশ, বেওয়ারিশি অভিভাবকহীন। স্বত্বাধিকারশূন্য, দাবিদার নেই এমন। বেকবুল অস্বীকৃত, অসম্মত। বেকসুর দোষশূন্য, অপরাধহীন, নিরপরাধ, নির্দোষ। বেকসুর খালাস নির্দোষ বলে মুক্তিলাভ। বেকায়দা অসুবিধা, উপায়হীন, নিরুপায়, অনায়ত্ত। বেকার অযথা, অকারণ। কর্মহীন, জীবিকাশূন্য। বেকুব=বেয়াকুব। বেকুবি বোকামি, নির্বুদ্ধিতা, মূর্খতা। বেখরচ, বেখরচা বিনা খরচে, ব্যয় ব্যতিরেকে। বেখাপ, বেখাপ্‌পা মিল হয় না বা মানায় না এমন, বেমানান। বেগতিক নিরুপায়, উপায়হীন, অসহায়, প্রতিকারহীন। বেগোছ অগোছালো, এলোমেলো। বেচাল আচারব্যবহার শোভনীয় নয় এমন। চরিত্রহীন। বেজুত, বিজুত অসুবিধা। মনের মতো না হওয়া অবস্থা, অবাঞ্ছিত। বেটাইম অসময়। নির্দিষ্ট সময়ের আগে বা পরে। বেঠিক অসত্য, ভ্রমপূর্ণ, ঠিক নয় এমন। বেঢক, বেঢপ বেমানান, ছাঁচের সাথে মেলে না এমন, কদাকার, কুশ্রী। বেতদবির তদবিরের বা তত্ত্বাবধানের অভাব। বেতমিজ অশিষ্ট। বেআদব, শিষ্টাচারজ্ঞানবর্জিত। অনভিজ্ঞ। বেতর অসুস্থ, অপ্রকৃতিস্থ, পাগল। বিসদৃশ, বিপরীত, বিরুদ্ধ। বেতরিবত অশিক্ষিত, শিক্ষার বা শিষ্টাচারের অভাব আছে এমন। বেতার বিস্বাদ। তারবিহীন। বেতার বার্তা যে তারবিহীন যন্ত্রের সাহায্যে দূরবর্তী স্থানের সংবাদ প্রদান করা হয়, রেডিও। বেতার যন্ত্র বিনা তারে বিদ্যুৎপ্রবাহের সাহায্যে শব্দ প্রেরিত ও গৃহীত হয় যে যন্ত্রে, রেডিও। বেতাল, বেতালা তালহীন, তালভঙ্গ। কোনো তালজ্ঞান নেই এমন। অনুপযুক্ত। বেদখল অধিকারহীন, অধিকারচ্যুত। নিজস্ব জিনিস অপরের হাতে চলে যাওয়া। বেদখিল অন্যায়ভাবে অধিকার করা হয়েছে এমন। বেদম দম ফুরিয়ে গেছে এমন। শ্বাসরোধকর। নিশ্বাস ফেলারও অবসর পাওয়া যায় না এমন, নিরবকাশ। শ্বাস ও প্রাণবায়ু বের করে দেয় এমন মারাত্মক। নিশ্বাস নেওয়ার জন্যও থামে না এমন। বেদল বিপক্ষ। দলছাড়া। বেদলীয় অন্যদলভুক্ত। শত্রুপক্ষের। বেদস্তুর রীতিবিরুদ্ধ। নিয়মকানুনবহির্ভূত। বেদাগ দাগবিহীন। চিহ্নিত করা হয়নি এমন। নিষ্কলঙ্ক, কালিমাহীন। বেদীন ধর্মহীন। সত্যধর্মে অবিশ্বাসী। বেদেরেগ নির্মম, করুণাহীন। বেধড়ক অপরিমিত, বেজায়। বেনাম নামহীন, অপরিচিত। প্রকৃত মালিকের বদলে অন্য লোকের নাম। নাম গোপন করা। বেনামি, বেনামা লেখকের নাম গোপন করা হয় এমন, নামহীন। বেপর্দা পর্দা সম্পর্কে সচেতন নয় এমন। উন্মুক্ত। ঘোমটাহীন, বেআবরু। লজ্জাহীন। বেপরোয়া নির্ভীক, ভয়হীন, কোনো কিছুই গ্রাহ্য করে না এবং বাধানিষেধ মানে না এমন। বেফজুল মিছামিছি, শুধু শুধু। বেফাঁস অসংযত। বন্ধনহীন। অশ্লীল, নগ্ন। গোপন তথ্যাদি প্রকাশ। বেফায়দা লাভ নেই এমন। বৃথা, নিষ্ফল। বেবন্দেজ ব্যবস্থাহীন, শৃঙ্খলাশূন্য। বেবন্দোবস্ত ব্যবস্থাশূন্য, ঠিক হয়নি এমন। শৃঙ্খলাশূন্য, বিশৃঙ্খল। বেবাক সবগুলো, সমস্ত, নিশেষ। বেমক্কা, বেমওকা অসঙ্গত। অসংযত। অশোভন। বেমতলব অনিচ্ছা। বেমনাসিব উচিত নয় এমন, অনুচিত। বেমানান মানায় না এমন, বেখাপ্পা। অশোভন। বেমালুম জানার মধ্যে নয় এমন, অজ্ঞাতে, অগোচরে। বেমেরামত মেরামত করা হয়নি বা হয় না এমন অবস্থা। মেরামত করা হয়নি এমন। বেআরাম, ব্যারাম রোগ ব্যাধি শারীরিক বা মানসিক অবস্থা খারাপ হওয়া। বেয়াকুফ, বেয়াকুব বোকা, নির্বোধ, জ্ঞানহীন। বেরসিক রস বোঝে না এবং রস করে না এমন, অরসিক। বেশক অবশ্যই, নিশ্চয়ই, সত্যই, নিসন্দেহে। বেশম বেশ, যথেষ্ট। বেশরম লজ্জা নেই এমন, নির্লজ্জ। বেহায়া। বেয়াদব। বেশরা শরিয়ত বা ইসলামের বিধান বহির্ভূত কাজ করে এমন, বিধান মানে না এমন। বেশুমার অংসখ্য, প্রচুর। বেসরকারি সরকারের আওতার বাইরে এমন, সরকারের নয় এমন। বেসামাল সাজিয়ে গুছিয়ে থাকতে পারে না এমন। অসাবধান, অসংলগ্ন। বেসুর, বেসুরো ভুল সুর। শ্রুতিকটু। বেহদ, বেহদ্দ অত্যন্ত, খুব। অসীম। বেহাত অন্যের হাতে চলে যাওয়া, হাতছাড়া, নিজের অধিকারের বাইরে যাওয়া, অধিকারবহির্ভূত। বেহায়া লজ্জাশরম নেই এমন, নির্লজ্জ। বেহায়াপনা নির্লজ্জ ব্যবহার, লজ্জাহীন আচরণ। বেহিসাব হিসাবশূন্য। অবাধ, নির্বাধ, মুক্তহস্ত। অসতর্ক, অসাবধান। সংখ্যাতীত, অসংখ্য, সুপ্রচুর। বেহিসাবি হিসাব করে চলে না এমন। অপরিণামদর্শী। বেহুঁশ, বেহোশ অচৈতন্য, বেখেয়াল। অজ্ঞান, জ্ঞান হারানো। মূর্ছিত। বেহুদা বেআদব, বেহায়া, ব্যবহার খারাপ এমন। অনর্থক, বাজে। বেহেড মতিভ্রষ্ট, বিচারবিবেচনাহীন, উন্মত্ত, কাণ্ডজ্ঞানশূন্য,

বে এর বাংলা অর্থ