ব্রহ্ম শব্দের বাংলা অর্থ হিন্দুমতে পরমপুরুষ, পরমেশ্বর, অনন্ত, অনাদি, অদ্বিতীয় পুরুষ। বিধাতা। বেদ। ব্রাহ্মণ। ব্রহ্মদেশ, Burma। ব্রহ্মচর্য ব্রহ্মচারীর করণীয় ব্রত, মৈথুন ও অন্যান্য ভোগবাসনা বর্জিত সংযত জীবনযাপন। ব্রহ্মচর্যাশ্রম হিন্দু শাস্ত্রানুসারে জীবনের প্রথমাংশে ব্রহ্মচারীর অবস্থা। ব্রহ্মচারী ব্রহ্মচর্য পালনকারী, উপনয়নের পর যে ব্রাহ্মণসন্তান গুরুগৃহে থেকে অধ্যয়ন করে। ব্রহ্মচারিণী। বহ্মজ্ঞ যার ব্রহ্মজ্ঞান হয়েছে। ব্রহ্মজ্ঞান পরমাত্মা জ্ঞান, ব্রহ্মের স্বরূপসম্বন্ধীয় জ্ঞান, তত্ত্বজ্ঞান। বহ্মজ্ঞানী ব্রহ্মজ্ঞানসম্পন্ন। ব্রহ্মধর্মাবলম্বী। ব্রহ্মডাঙ্গা উচ্চে অবস্থিত উর্বরতাহীন জমি। ব্রহ্মণ্য ব্রহ্ম বা ব্রাহ্মণ সম্বন্ধীয়। হিন্দুদেবতা নারায়ণ। ব্রহ্মতেজ। ব্রহ্মতালু মাথার চাঁদি। ব্রহ্মতেজ ব্রহ্মজ্ঞানজনিত তেজ, ব্রাহ্মণ্য। ব্রাহ্মণের শক্তি। ব্রহ্মত্র, ব্রহ্মত্রা ব্রহ্মোত্তর। ব্রহ্মত্ব ব্রহ্মের বা ব্রহ্মতুল্য ভাব বা পদ। বহ্মদৈত্য, ব্রহ্মপিশাচ, ব্রহ্মরাক্ষস হিন্দুমতে ব্রাহ্মণের প্রেতযোনি। ব্রহ্মনাভ হিন্দুমতে বিষ্ণু। ব্রহ্মপাতক ব্রাহ্মণ হত্যারূপ পাপ। ব্রহ্মপুরী, ব্রহ্মলোক ব্রহ্মার বাসস্থান। স্বর্গ। পুরোণোক্ত সপ্তলোকের মধ্যে উচ্চতম লোক। ব্রহ্মবাদী বেদাধ্যায়ী। ব্রহ্মজ্ঞানী। ব্রহ্মবিদ্যার বক্তা। বৈদান্তিক। ব্রহ্মবাদিনী। ব্রহ্মবিদ্যা ব্রহ্মজ্ঞান বিষয়ক শাস্ত্র। ব্রহ্মবৈবর্ত অষ্টাদশ পুরাণের অন্যতম। ব্রহ্মরন্ধ্র ব্রহ্মতালুর কেন্দ্র বা কেন্দ্রবর্তী ছিদ্র। ব্রহ্মর্ষি ঋষি ব্রাহ্মণ। ব্রহ্মলোক ব্রহ্মার বাসস্থান, লোকবিশেষ। ব্রহ্মশাপ ব্রাহ্মণের অভিশাপ। ব্রহ্মশির, ব্রহ্মশিরা পুরোণোক্ত অস্ত্রবিশেষ। ব্রহ্মসংহিতা চৈতন্যদের কর্তৃক রচিত দাক্ষিণাত্য থেকে আনীত বৈষ্ণব গ্রন্থবিশেষ। ব্রহ্মসঙ্গীত ব্রহ্মের উপাসনামূলক সঙ্গীত। ব্রহ্মসাবর্ণি হিন্দু পুরাণ অনুসারে দশম মনু। ব্রহ্মসূত্র বেদব্যাস কর্তৃক বেদান্ত সূত্র। উপবীত, পৈতা। ব্রহ্মস্ব ব্রাহ্মণের সম্পত্তি। ব্রহ্মহত্যা ব্রাহ্মণ বধ। হিন্দুমতে মহাপাপ,

ব্রহ্ম এর বাংলা অর্থ