ভাঙ্গা শব্দের বাংলা অর্থ ভগ্ন করা, চূর্ণ হওয়া। অকল্যাণ বা নিচু হওয়া, হীন করা, দুরবস্থায় পড়া। ভগ্নহৃদয় হওয়া বা করা, হতাশ হওয়া বা করা। দূর হওয়া, ঘুচানো। পণ্ড করা, ছিন্ন হওয়া। বিস্তার বা বিশদ করে বলা। কাজের উপযুক্ত না থাকা, বিকৃত হওয়া। উক্ত সকল অর্থে। ভগ্ন, জীর্ণ, ধ্বংসপ্রাপ্ত। ভাঙে এমন। দুর্বল, রুগ্ন। হতাশ, উৎসাহহীন। মন্দ, অমঙ্গলজনক। অকার্যকর, বিকৃতি, অবরুদ্ধ। অশুদ্ধ। ভাঙা কপাল জোড়া লাগা ভাগ্য পুণরায় প্রসন্ন হওয়া, ভাগ্য ফেরা। ভাঙাচুরা, ভাঙাচোরা টুটাফুটা, ভগ্ন ও চূর্ণ। ভাঙা ভাঙা প্রায় ভঙ্গ। বিকৃত। আধো আধো। ভাঙা ভাংতি পূর্ণ সংখ্যা ও তার ভগ্নাংশ। ঘর ভাঙা পরিবারের একতা নষ্ট হওয়া, সংসারে পরস্পরের সদ্ভাব নষ্ট করা। স্বামীস্ত্রীর বিবাহিত জীবন ধ্বংস হওয়া। মাথায় কাঁঠাল ভাঙা/ভাঙ্গা অন্যকে ঠকিয়ে স্বার্থ উদ্ধার করা, আদায় করা, বা কোনো বিষয়ে লাভবান হওয়া। ভেঙে পড়া বা আসা ছোট বড় আবালবন্ধবনিতা সকলে সুপ্রচুর সংখ্যায় সমবেত হওয়া। ভাঙে/ভাঙ্গে তো মচকায় না ভেঙেও ভাঙে না, প্রাণ যায় অবস্থা তবু বিনীত হয় না। ভাঙানো, ভাঙ্গানো ভাঙা, ভগ্ন করানো। দূর করা। ভাংচি বা পরামর্শ দিয়ে বিরোধী করা, বিচ্ছেদ ঘটানো। খুচরা মুদ্রা করা, উক্ত সকল অর্থে। ভাঙানি, ভাঙ্গানি খুচরা মুদ্রা, রেজগি। ভাংতি। নিন্দা বা দোষ ত্রুটির কথা বলে কোনো চুক্তি বা সম্বন্ধ নষ্ট করে এমন। কুমন্ত্রণা দিয়ে বিচ্ছেদ ঘটায় এমন। ভাঙানে, ভাঙ্গানে। কান ভাঙানি গোপনে মিথ্যা কথা বলে কারো বিরুদ্ধে কাউকে উত্তেজিত করা,

ভাঙ্গা এর বাংলা অর্থ