ভানু শব্দের বাংলা অর্থ সূর্য বা সূর্যের কিরণ, রোদ কান্তি, শোভা।কর সূর্যের কিরণ, রোদ।মতী কান্তিময়ী, সুন্দরী।মতীর খেলা ভোজবাজি, ইন্দ্রজাল, ভেলকি,মান সূর্য। সূর্য। সৌন্দর্য, কান্তি। কিরণ, রশ্মি। প্রভু, রাজা। গন্ধর্ববিশেষ। বার রবিবার। মতী কান্তিমতী, সুন্দরী। দুর্যোধনের মহিষী। বিক্রমাদিত্যের মহিষী। হিন্দুপুরাণ মতে ভোজ রাজার কন্যা ইন্দ্রজালনিপুণা মতী, জাদুবিদ্যায় দক্ষ এক পৌরণিক নারী। মতীর খেল, মতীর ভেলকি ভোজ রাজতনয়া মতী প্রবর্তিত ইন্দ্রজাল। জাদুবিদ্যা, ভোজবাজি, কুহকবিদ্যা। মান দীপ্তিশালী, কান্তিমান। দিবাকর, সূর্য,

ভানু এর বাংলা অর্থ