ভিটি শব্দের বাংলা অর্থ পৈতৃক বাস্তুভূমি, জমিন থেকে অপেক্ষাকৃত উঁচু করে প্রস্তুত যে ভূমিতে বাসগৃহ নির্মিত হয়। ঘরের ভিত, পোতা। ভিটা কামড়ে পড়ে থাকা প্রতিকূল অবস্থায়ও বাস্তুভূমি কিছুতেই ত্যাগ না করা। ভিটেমাটি বাস্তুভিটা। ভিটামাটি উৎসন্ন করা বাস্তুভিটা উচ্ছেদ করা, সমূলে ধ্বংস করা, বাস ত্যাগ করানো। ভিটামাটি চাটি করা বাসগৃহ একেবারে ধ্বংস করা, বাস্তুভিটের মাটি পর্যন্ত লোপ করে সমভূমি করা। ভিটায় ঘুঘু চরানো বা সরিষা বোনা সর্বস্বান্ত বা উৎপন্ন করা, উচ্ছেদ সাধন বা সর্বনাশ করা,

ভিটি এর বাংলা অর্থ