ভুঁই শব্দের বাংলা অর্থ ভূমি মাটি, খেত স্হান, ঠাঁই। কুমড়ো মাটিতে জন্মায় এমন কুমড়োবিশেষ।চাঁপা লালচে রঙের সুগন্ধি ফুলবিশেষ।ফোঁড় হঠাত্ বড়োলোক হয়েছে এমন, হঠাত্ আবির্ভূত হয়েছে এমন। ছত্রাকজাতীয় উদ্ভিদবিশেষ।মালী ঝাড়ুদার, ঢাকি। ভূমি, ক্ষেত্র, মাটি। দেশ। স্থান, ঠাঁই। ভুইকদম ফুলবিশেষ। কুমড়া এক প্রকার কুমড়া। চাপা এক প্রকার সৃগন্ধ ফুল। ফোড়, ফোড়া ভূমি ভেদ করে ওঠে এমন, হঠাৎ উদিত বা আবির্ভূত, অর্বাচীন, পূর্বাপর সম্বন্ধশূন্য, আভিজাত্যহীন। হঠাৎ ধনী। কল্পিত, ভিত্তি নেই এমন। ছত্রাকজাতীয় উদ্ভিদবিশেষ। ভু্ঁইমালী ঝাড়ুদার শ্রেণির হিন্দু সম্প্রদায়ের পদবি,

ভুঁই এর বাংলা অর্থ