ভুত শব্দের বাংলা অর্থ হিন্দু মতে দেবযোনিবিশেষ, শিবের অনুচর। প্রেত, পিশাচ। জীব, প্রাণী। হিন্দুমতে ইন্দ্রিয়গ্রাহ্য বস্তুসমূহের মূল উপাদান পঞ্চভূত অর্থাৎ ক্ষিতি, অপ, তেজ, মরুৎ, ও ব্যোম। কাণ্ডজ্ঞানহীন। অতীত, যে কাল চলে গেছে। হয়েছে এমন, সংঘটিত, পরিণত। ভূতগত বিলীন। ভূতগ্রস্ত ভূত প্রভৃতি দ্বারা আক্রান্ত। ভূতচতুর্দশী কার্তিক মাসের কৃষ্ণ চতুর্দশী তিথি। ভূতচালা লোকবিশ্বাসে মন্ত্রাদি দ্বারা ভূতপ্রেত বশ করা ও প্রয়োজনমতো তাদের কাজে লাগানো। ভূত ছাড়ানো, ভূত ঝাড়ানো, ভূত নামানো ভূতের প্রভাব থেকে মুক্ত করা। অসৎ প্রভাব থেকে মুক্ত করা। ভূতনাথ হিন্দুদেবতা শিব। ভুতপূর্ব পূর্বে, প্রাক্তন। ভূতপ্রেত প্রেতযোনিসমূহ। ভূতবলি, ভূতযজ্ঞ জীবকে অন্নদানরূপ যজ্ঞ। ভূতবিদ্যা ভূতাবেশজনিত রোগবিজ্ঞান, science of diseases caused by evil spirit। ভূতভবিষ্যৎ অতীতও বর্তমান। ভূতভাবন প্রাণীদের সৃষ্টিকর্তা বা পালনকর্তা। ভূতময় পঞ্চভূত দ্বারা গঠিত, পাঞ্চভৌতিক। ভূতযোনি হিন্দুমতে প্রেতরূপে জন্ম। ভূত, পিশাচ ইত্যাদি। ভূতশুদ্ধি হিন্দু বিশ্বাস মতে পূজাদি দ্বারা ভূতাবেশ। ভূতসঞ্চার ভূতাবেশ। ভূতসঞ্চারী দাবানল। ভূতাবাস শরীর, দেহ। ভূতাবিষ্ট ভূতগ্রস্ত এমন, ভূতে পেয়েছে এমন। ভূতাবেশ ভূতের আক্রমণ, ভূতে পাওয়া। ভূতার্ত ভূতাবিষ্ট। ভূতে ধরা, ভূতে পাওয়া প্রেতাত্মা দ্বারা আক্রান্ত হওয়া। ভূতের বাপের শ্রাদ্ধ অত্যন্ত বিশৃঙ্খলা, বাজে কাজে টাকা নষ্ট। ভূতের বেগার খাটা, ভূতের বোঝা বওয়া অনর্থক পরিশ্রম করা। ভুতের মুখে রাম নাম স্বভাববিরুদ্ধ কথা বা বাক্য। ঘাড়ে ভূত চাপা কুবুদ্ধির উদয় হওয়া,

ভুত এর বাংলা অর্থ