মরা শব্দের বাংলা অর্থ ক্রি প্রাণত্যাগ করা, মারা যাওয়া, সর্বস্বহারা বা সর্বনাশগ্রস্ত হওয়া নিদারুন কষ্ট পাওয়া শুকিয়ে যাওয়া, মজা হ্রাস পাওয়া নির্জীব হওয়া লুপ্ত হওয়া, মৃত শুষ্ক, মজে গেছে এমন নির্জীব লুপ্ত বা হ্রাসপ্রাপ্ত খাদযুক্ত। কটালভাটা।কান্না বি কারও মৃত্যুতে আত্মীয়পরিজনেরা যেমন উচ্চরোলে কাঁদে সেইরকম কান্না। গাং, নদী — মজেযাওয়া নদী, পেট, নাড়ি — বহুদিন অনাহারে বা অর্ধাহারে থাকার ফলে পূর্ণ আহারে অসমর্থ পাকস্হলী।মাস খুশকি।হাজা মৃত ও ক্ষয়প্রাপ্ত জীর্ণশীর্ণ, প্রাণত্যাগ করা, দেহত্যাগ করা। বিপদগ্রস্ত বা বিনষ্ট হওয়া। মানসিক কষ্ট পাওয়া। শুকিয়ে যাওয়া, মজে যাওয়া। হ্রাস পাওয়া, কমে যাওয়া। নির্জীব হওয়া, কোনোক্রমে বেঁচে থাকা। লুপ্ত হওয়া, শেষ হয়ে যাওয়া। প্রেমে আত্মবিস্মৃত হওয়া, কলঙ্কিনী হওয়া। নষ্ট হওয়া। উক্ত সকল অর্থে। কটাল কটাল। কান্না বাড়িতে কেউ মারা গেলে আত্মীয়স্বজন যেরূপ উচ্চরোলে কাঁদে সেরূপ ক্রন্দন। গাঙ, নদী মজা নদী, শুষ্ক নদী। ধার যে ধার বা তীক্ষ্ণতা নষ্ট হয়ে গেছে। পেট, নাড়ি বহুদিন ধরে অর্ধাহার বা অনাহারে হজমশক্তি নষ্ট হওয়ার ফলে অধিক আহার গ্রহণ করতে ও তা পরিপাক করতে অসমর্থ পাকস্থলী। অল্প আহারেই পেট ভরে যায় এমন। মাস খুশকি, চামড়া। মুখ দেখা কঠিন শপথ করা। স্রোত যে স্রোত পানির অপ্রতুলতাবশত অতি ধীরে বয় বা যে নদী শুষ্কপ্রায় হয়ে যাওয়ায় স্রোতহীন। হাজা শীর্ণ, ক্ষীণ, ক্ষয়প্রাপ্ত, শুষ্ক, মৃত। র বাড়া গাল নেই যার উপরে আর মন্দ বাক্য নেই, যতো রকম অমঙ্গল হতে পারে তার মধ্যে মৃত্যুর তুল্য আর কিছু নয়। চরম তিরস্কার,

মরা এর বাংলা অর্থ