মারা শব্দের বাংলা অর্থ ক্রি বিনাশ করা বা বধ করা প্রহার করা বধ বা আঘাত করার উদ্দেশ্যে প্রয়োগ করা নষ্ট করা শুষ্ক করা প্রবিষ্ট করানো, ঠুকে বসানো জুড়ে বা এঁটে দেওয়া প্রয়োগ করা, মুদ্রিত করা, লাগানো 9 অপহরণ করা0 অসদুপায়ে লাভ করা, আত্মসাত্ করা বন্ধ করা, ভোগ করতে না দেওয়া অবরুদ্ধ করা, রোধ করা ধারণ করা প্রদর্শন করা খুব খাওয়া দেওয়া উপভোগ করা, নিহত বসানো লাগানো বা আঁটা হয়েছে এমন বধকারী নষ্ট, মৃত। পড়া, যাওয়া ক্রি প্রাণ হারানো, নষ্ট হওয়া,মারি পরস্পর প্রহার, দাঙ্গা, লড়াই।মেরেকেটে ক্রি অব্যবাদ দেওয়া বা কাটাকুটি করা সত্ত্বেও, অন্ততপক্ষে,মেরে দেওয়া ক্রিআত্মসাত্ করা, চুরি করা।মেরে ফেলা ক্রিহত্যা বা খুন করা, প্রাণনাশ করা।পেটেভাতে ক্রি না খেতে দিয়ে দুর্বল করে ফেলা, জীবিকার উপায় নষ্ট করে দেওয়া। হত্যা বা বধ করা। প্রহার করা। আঘাত বা হত্যার উদ্দেশ্যে প্রয়োগ করা। নষ্ট বা নাশ করা। শুকানো। প্রবেশ করানো, ঢুকানো। জোড়া দেওয়া, লাগানো। বন্ধ করা। লুঠ বা অপহরণ করা। আত্মসাৎ করা। বঞ্চিত করা। ছাড়া, জোরে ডাকা। রুদ্ধ করা। ধারণ করা, আঁটসাঁট হওয়া। হঠাৎ পাওয়া। দেওয়া। প্রচুর খাওয়া। তৃপ্তির সঙ্গে ভোগ করা, উপভোগ করা। উক্ত সকল অর্থে। নিহত, হত। আঁটা হয়েছে এমন। বধকারী, হত্যাকারী। অসৎ উপায়ে প্রাপ্ত। মৃত, নষ্ট, অপহৃত। পড়া, যাওয়া প্রাণত্যাগ করা। নষ্ট বা ধ্বংস হওয়া। মারি পরস্পর প্রহার। লড়াই, যুদ্ধ, দাঙ্গা। পেটে, ভাতে অনাহারে দুর্বল করে বিনষ্ট করা। খাদ্য সগ্রহের উপায় নষ্ট করে দেওয়া। প্রাণে হত্যা করা। মটকা ঘুমের ভান করা। মাঠে যাওয়া সম্পূর্ণ নিষ্ফল হওয়া, বৃথা নষ্ট হয়ে যাওয়া। মার্কা দাগি, চিহ্নিত। মুখ মিষ্ট দ্রব্যাদি অত্যধিক খাওয়ার ফলে অরুচি হওয়া। লাফ লম্ফ দেওয়া, লাফানো,

মারা এর বাংলা অর্থ