মুক্তি শব্দের বাংলা অর্থ মুকুতি স্বাধীনতা। পরিত্রাণ। মোক্ষ। অবসান। হিন্দুমতে জীবজন্ম পরিগ্রহ থেকে অব্যাহতি। নিষ্কৃতি, রেহাই। অবরোধ বা বন্ধন থেকে উদ্ধার। আরোগ্যলাভ। মোহ বাসনাদির সমাপ্তি। স্বাধীন। মুক্তিনামা ছাড়পত্র। মুক্তিপত্র মুক্তির নির্দেশসূচক লিপি। মুক্তিবাহিনী, মুক্তিফৌজ, মুক্তিযোদ্ধা দেশের মুক্তির জন্য যাঁরা যুদ্ধ করেন, দেশকে হানাদার মুক্ত করার জন্য যাঁরা যুদ্ধে রত হন, বাংলাদেশকে পাকিস্তানি হানাদারদের হাত থেকে মুক্ত করার জন্য যাঁরা এ লড়াই করেছিলেন। মুক্তিযুদ্ধ রাজনীতিক আর্থনীতিক সামাজিক তথা সার্বিক মুক্তি বা স্বাধীনতার জন্য যে যুদ্ধ। মুক্তিসংগ্রাম স্বাধীনতা ও সামাজিক মুক্তির জন্যে যে আন্দোলন। মুক্তিস্নান চন্দ্রসূর্যের গ্রহণমুক্তি উপলক্ষে হিন্দুদের স্নান,

মুক্তি এর বাংলা অর্থ