যুড়া শব্দের বাংলা অর্থ একত্র করা, যুক্ত করা। আঁটা, বন্ধ করা বা লাগানো। আরম্ভ করা। জোড়া বা সংযুক্ত করা, যোজিত করা। পূর্ণ বা ব্যাপ্ত করা। যুক্ত বা সম্পৃক্ত। আঁটা। যোজিত। পূর্ণ বা ব্যাপ্ত। জুড়ন, জোড়ন। জোড়ন, জুড়ন, যোড়ন, যুড়ন। জোড়া তাড়া কোনো রকমে জোড়া, ঠেকনা দিয়ে কোনো প্রকারে কার্যোপযোগী করণের চেষ্টা। জোড়াতালি সেলাই ও তালি। কষ্টেসৃষ্টে কাজ চালাবার মতো বা এখান ওখান থেকে জুটিয়ে চালানো। গোঁজামিল। জোড়ানো, যোড়ানো জোড়া দেওয়া বা দেওয়ানো, সংযুক্ত করা বা করানো, উক্ত সকল অর্থে। জোড়ের পায়রা সব সময়ের সঙ্গী, ঘনিষ্ঠ বন্ধু,

যুড়া এর বাংলা অর্থ