রক্ষা শব্দের বাংলা অর্থ উদ্ধার, পরিত্রাণ, হেফাজত। নিস্তার, অব্যাহতি, মুক্তি। নষ্ট ক্ষয় বা ক্ষতিগ্রস্ত হতে না দেওয়া, সংরক্ষণ। পালন। বিপন্ন হতে না দেওয়া। পাহারা, guard। রক্ষাকবচ বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য ধারণীয় মন্ত্রপূত কবচ, তাবিজ। রক্ষাকালী রোগ মহামারী প্রভৃতি থেকে পরিত্রাণকারিণী হিন্দু দেবী। রক্ষাগৃহ সূতিকাগৃহ। রক্ষামন্ত্র যে মন্ত্র জপ করলে বিপদ স্পর্শ করে না, বিপদ ত্রাণকারী মন্ত্র। রক্ষার উপায়। রক্ষিত রাখা হয়েছে এমন। ত্রাত, পরিত্রাত। লালিত, গচ্ছিত, আমানতকৃত। উপাধিবিশেষ। রক্ষিতা পালিতা। উপপত্নী,

রক্ষা এর বাংলা অর্থ