লক্ষ্মী শব্দের বাংলা অর্থ বিষ্ণুপত্নী এবং ধনসম্পদ ও সৌভাগ্যের অধিষ্ঠাত্রী দেবী, রমা, কমলা, সৌভাগ্য, শ্রী, শান্তপ্রকৃতি, সুবোধ। কান্ত, পতি নারায়ণ, বিষ্ণু।ছাড়া শ্রীভ্রষ্ট, দুর্ভাগা, দুষ্ট।জনার্দন ও নারায়ণ, শালগ্রামবিশেষ।টি সুবোধ ও শান্তপ্রকৃতি ব্যক্তিকে বা প্রিয়পাত্রকে আদরের সম্বোধনবিশেষ।নারায়ণজনার্দন এর অনুরূপ।বান বন্ত, মন্ত সৌভাগ্যবান, ধনবান।বার বৃহস্পতিবার, ওই দিনে র পূজা হয় বলে।বিলাস কবিরাজি তেল বা জ্বরঘ্ন ওষুধবিশেষ।শ্রী কল্যাণসূচক কান্তি।স্বরূপিণী মূর্তিমতী র মতো, রূপেগুণে তুল্যা। হিন্দু পুরাণোক্ত বিষ্ণুপত্নী এবং ধন ঐশ্বর্য ও সৌভাগ্যের অধিষ্ঠাত্রী দেবী। কমলা, রমা, ইন্দ্রিরা, পদ্মা, পদ্মালয়া। সৌভাগ্য, শোভা, শ্রী, সৌন্দর্য্য। শান্তস্বভাব, সুবোধ। শ্রীভ্রষ্ট। দুর্ভাগ্যযুক্ত, হতভাগ্য। দুষ্ট, খারাপ। জর্নাদন, নারায়ণ হিন্দু দেবদেবী ও নারায়ণ। নবমেঘকান্তি শালগ্রামবিশেষ। পুষ্প পদ্মরাগ মণি। পূর্ণিমা হিন্দুদের দুর্গাপূজার অব্যবহিত পরের পূর্ণিমা। পেঁচা দেখতে কুরূপ কিন্তু সুলক্ষণযুক্ত। বান, বন্ত, মন্ত সৌভাগ্যবান, সম্পদশালী। বিলাস কবিরাজি তেল। জ্বরঘ্ন বটিকাবিশেষ। ভাণ্ডার যে ভাণ্ডার কখনো শূন্য হয় না, অফুরন্ত ভাণ্ডার। মণি ছোট ছেলের প্রতি আদরজ্ঞাপক উক্তি। শ্রী সৌভাগ্য বা সুখসম্পদজনিত শ্রী বা শোভা। স্বরূপিণী দেবীর সকল গুণে গুণান্বিতা, রূপেগুণে তুল্যা। র বাহন পেঁচা, পেচক। অত্যন্ত সম্পদশালী ব্যক্তি,

লক্ষ্মী এর বাংলা অর্থ