লাল শব্দের বাংলা অর্থ রক্তবর্ণ, লোহিতবর্ণ। ঘোড়ার খুরের লোহার পাত, নাল। লালচে রক্তিম, ঈষৎ রক্তবর্ণ, লাল লাল ভাব। লালদালান কয়েদখানা। লাল পাগড়ি লাল পাগড়িবাঁধা পুলিশ। লাল পানি মদ্য, এক প্রকার নেশাযুক্ত পানীয়। লাল বাতি জ্বালানো ব্যবসায়ে অকৃতকার্য হয়ে ব্যবসা বন্ধ করা বা তুলে দেওয়া। লাল মুখ রঙিন মুখবিশিষ্ট। রক্তবর্ণ বা লালচে মুখ। মর্কট, বাঁদর। ইংরেজ, ইউরোপীয়। লালিম লাল আভাযুক্ত। লালিমা লাল আভা, রক্তিমা। চোখ লাল করা ক্রোধ প্রদর্শন করা, ক্রুদ্ধভাবে তাকনো,

লাল এর বাংলা অর্থ