শিব শব্দের বাংলা অর্থ হিন্দুদেবতা মহাদেব, মহেশ, ত্র্যম্বক, মহেশ্বর, ধূর্জটি, ঈশান, শঙ্কর, পশুপতি, শম্ভু, ত্রিলোচন, ভোলানাথ, ত্রিনাথ, চন্দ্রশেখর, কৃত্তিবাস, ব্যোমকেশ, নীলকণ্ঠ, আশুতোষ, রুদ্র, পিনাকী, উমাপতি, কাশীশ্বর, গঙ্গাধর। শুভ, মঙ্গল, কল্যাণ। শুভদ, মঙ্গলপ্রদ, কল্যাণকর। সুখদ, সুখপ্রদ। রমণীয়, শোভাযুক্ত। শিব গড়তে বাঁদর গড়া খুব ভালো কিছু করতে গিয়ে খারাপ কিছু করা। শিবচতুর্দশী ফাল্গুন মাসের কৃষ্ণাচতুর্দশী। শিবজ্ঞান শুভজ্ঞান, সমস্তই মঙ্গলএই ধারণা। শিবত্ব শিবের পদ বা স্থান। শিবত্বপ্রাপ্তি মৃত্যু, পরলোকগমন। শিবনেত্র ধ্যানী শিবের ন্যায় ঊর্ধ্বদৃষ্টি। শিবপুরী, শিবলোক শিবের বাসস্থান। কৈলাশ। বারাণসী। শিবলোক দুর্গাদেবী। শিববাহন বৃষ, ষাঁড়। শিবারাত্রি ‍শিবচতুর্দশীর রাত্রি। শিবরাত্রির সলতে একমাত্র পুত্র বা বংশধর। শিবলিঙ্গ প্রস্তর মৃত্তিকাদি দিয়ে গঠিত শিবের লিঙ্গরূপ মূর্তি। শিবালয় শিবমন্দির। শিবহীন যজ্ঞ প্রধান, ব্যক্তিকে বাদ দিয়ে কৃত অনুষ্ঠান। শিবের অসাধ্য সর্বতোভাবে ও সর্বজনের পক্ষে অসাধ্য। শিবা হিন্দুদেবতা শিবের হিন্দুদেবী দুর্গা। শৃগালী। মঙ্গময়ী। শিবানী হিন্দুদেবী দুর্গা,

শিব এর বাংলা অর্থ