শ্রী শব্দের বাংলা অর্থ লক্ষ্মীদেবী, ঐশ্বর্য, সম্পদ, সৌভাগ্য সৌন্দর্য, লাবণ্য, শোভা ঢং, ভঙ্গি জীবিত ব্যক্তি, দেবতা, অবতার বা মহাপুরুষের নামের পূর্বে এবং বৈষ্ণবদের পবিত্র বস্তু ও তীর্থস্হানাদির উল্লেখের পূর্বে বিশেষণের মতো ব্যবহৃত শব্দবিশেষ সংগীতে রাত্রিকালীন রাগবিশেষ।অঙ্গ সুন্দর বা পবিত্র দেহ,কণ্ঠ শিব।কান্ত বিষ্ণু।ক্ষেত্র পুরীধাম।খণ্ড চন্দনকাঠ।খণ্ডি মঙ্গলানুষ্ঠানে পরিধেয় তাঁতবস্ত্রবিশেষ, বিবাহের পিঁড়ি।খোল কীর্তনগানের সংগতে ব্যবহৃত খোল।ঘর জেলখানা, কারাগার।ঘরবাস জেলে যাওয়া বা থাকা অর্থাত্ কয়েদি হয়ে জেলে থাকা।চরণ, চরণকমল পূজ্য ব্যক্তি বা গুরুজনের চরণ।চরণকমলেষু, চরণেষু — পূজ্য ব্যক্তির কাছে পত্র লেখার পাঠবিশেষ।ছাঁদ লাবণ্য, সৌন্দর্য। কথ্যছিরিছাঁদ।ধর বিষ্ণু, কৃষ্ণ।নিবাস, পতি বিষ্ণু।পঞ্চমী মাঘ মাসের শুক্লাপঞ্চমী, সরস্বতীপূজার তিথি।পদ, পদপঙ্কজ, পদপল্লব, পদকমল, পাদ, পাদপদ্ম — চরণ এর অনুরূপ,পর্ণ পদ্ম।ফল বেল।বত্স শনির দ্বারা উত্পীড়িত পুরাণোক্ত রাজা, বিষ্ণুর বক্ষস্হ দক্ষিণাবর্ত লোমরাজি।বত্সলাঞ্ছন সমৃদ্ধি, উন্নতি।ভ্রষ্ট সম্পদ বা সৌন্দর্য হারিয়েছে এমন, লক্ষ্মীছাড়া।মণ্ডিত যুক্ত, সম্পদশালী, সৌন্দর্যময়।মত্ মহিমময়, সাধুসন্ন্যাসীদের এবং পবিত্র গ্রন্হাদির নামের পূর্বে প্রযুক্ত সম্মানসূচক শব্দ,মতী সৌভাগ্যবতী। সুন্দরী নারী, যুবতী, রাধা।মন্ত সৌভাগ্যবান, সম্পদশালী।মান সুন্দর, কান্তিময়, সৌভাগ্যশালী, লক্ষ্মীমন্ত।মুখ সুন্দর মুখ, পবিত্র মুখ।যুক্ত,যুত সৌভাগ্যযুক্ত, মহাশয়,স্ত্রীযুক্তা।ল সৌভাগ্যবান, লক্ষ্মীমন্ত,শ বিষ্ণু।হস্ত সুন্দর বা পবিত্র হাত।হস্তিনী হাতিশুঁড়া গাছ।হীন শোভাসৌন্দর্যহীন, সৌভাগ্যহীন। হীনতা। ঐশ্বর্য, সম্পদ, সৌন্দর্য, লাবণ্য, শোভা। চেহারা, আকৃতি, রূপ। ঢং, ভঙ্গি, রূপ। হিন্দুদেবী লক্ষ্ণী। হিন্দুদেবী সরস্বতী। বেশবিন্যাস। শ্রদ্ধাসূচক শব্দবিশেষ। জীবিত হিন্দু পুরুষের নামের পূর্বে ব্যবহৃত শব্দবিশেষ। রাগিণীবিশেষ। কণ্ঠ হিন্দুদেবতা শিব। করণ লেখনী, কলম। কান্ত, শ্যীনাথ, পতি হিন্দুদেবতা বিষ্ণু। সুন্দর কান্তিযুক্ত। কৃষ্ণ মহাভারতবর্ণিত অবতার পুরুষ। ক্ষেত্র পুরীধাম। খণ্ড চন্দনকাঠ। খণ্ডী হিন্দুদের শুভকর্মে পরিহিত বস্ত্র। হিন্দুদের বিয়ের পিঁড়ি। বৈষ্ণব সম্প্রদায়বিশেষ। ঘর জেলখানা বা কারাগার। ঘরে যাওয়া জেলে যাওয়া। চরণ, চরণকমল পূজা বা শ্রদ্ধেয় ব্যক্তিদের চরণ। চরণকমলেষু, চরণেষু গুরুজনের নিকট লেখা পত্রের প্রারম্ভিক পাঠ। পতি, নিবাস হিন্দুদেবতা বিষ্ণু। পঞ্চমী হিন্দুদের সরস্বতী পূজার তিথি, মাঘ মাসের শুক্লাপঞ্চমী। পদ, পদপঙ্কজ, পদপল্লব, পাদপদ্ম চরণ। চরণ। পর্ণ পদ্ম, কমল। ফল বেল। বৎস হিন্দুদেবতা বিষ্ণু। বিষ্ণুর বক্ষস্থলস্থ দক্ষিণাবর্ত লোমাবলি। পুরাণোক্ত একজন রাজা। বৎসলাঞ্ছন হিন্দুদেবতা বিষ্ণু। বৃদ্ধি উন্নতি। সমৃদ্ধি। ভ্রষ্ট বিনষ্টসম্পদ, সৌন্দর্যহীন। লক্ষ্মীছাড়া, হতভাগ্য। মৎ সম্পদশালী, মহিমময়। হিন্দু সাধু সন্ন্যাসী ও পবিত্র গ্রন্থাদির নামের পূর্বে ব্যবহৃত, ভক্তি বা সম্মানসূচক শব্দ। মতী। মতী ভাগ্যবতী। সুন্দরী, সৌন্দর্যময়ী যুবতী। রাধিকা। মান সুন্দর, কান্তিযুক্ত, ভাগ্যবান পুত্র বা পুত্রস্থানীয়কে এ রকম সম্বোধন। মন্ত ভাগ্যবান, ঐশ্বর্যবান। মুখ সুন্দর বা সৌন্দর্যময় মুখ, পবিত্র মুখ। যুক্ত, যুত, ল মহাশয়, মহোদয়। সম্পদশালী, ঐশ্বর্যবান, ভাগ্যবান। গণ্যমান্য বা শ্রদ্ধেয় ব্যক্তির নামের পূর্বে হিন্দুসমাজে ব্যবহৃত শব্দ। যুক্তা। সম্পাদক যা সৌন্দর্য সাধন করে, সৌন্দর্যসাধক, শোভাবর্ধক। হীন শোভাসৌন্দর্যশূন্য, ভাগ্যহীন,

শ্রী এর বাংলা অর্থ