সত্যি শব্দের বাংলা অর্থ অমিথ্যা, যথার্থ, বাস্তব, নির্ভুল, সাচ্চা। অনশ্বরত্ব, নিত্যতা। সত্তা, বিদ্যমানতা। প্রতিজ্ঞা, শপথ, দিব্য। হিন্দু মতে চার যুগের প্রথম যুগ। যথার্থ জ্ঞান। সপ্তলোক বা ভুবনের উপস্থিত লোক। নিশ্চয়। সত্যনারায়ণ ‍হিন্দু দেবতাবিশেষ, সত্যপীর নামক লৌকিক দেবতা। সত্যনিষ্ঠ, সত্যপরায়ণ সত্যবাদী, সত্যানুসারী। সত্যপথ প্রকৃত পথ, ধর্মের পথে। সত্যপির, সত্যপীর খাঁটি পির, সত্য পথের সন্ধান যে পির দিতে সক্ষম, হিন্দু মুসলমানের লৌকিক দেবতা পির। সত্যপ্রতিজ্ঞ দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ, স্থিরপ্রতিজ্ঞ। সত্যপ্রিয় সত্যনিষ্ঠ, সত্য বলা বা শোনা কামনা এমন। সত্য ফল বিল্ব বৃক্ষ, বেল গাছ। সত্যবাদিতা সত্য বলার অভ্যাস। সত্যবাদী সত্য কথা বলেন এমন। সত্যবাদিনী। সত্যবান সত্যনিষ্ঠ। হিন্দু পুরাণোক্ত রাজা দ্যুমৎসেনের পুত্র ও সাবিত্রীর স্বামী। সত্যভঙ্গ শপথ রক্ষা না করা। সত্যভাষী সত্যবাদী। সত্যমূলক মূলে সত্য আছে এমন। সত্যয় অস্তিত্ব, সত্তা। সত্যরক্ষা প্রতিশ্রুতি রক্ষা করা। সত্যসন্ধ সত্যপ্রতিজ্ঞ, স্থিরপ্রতিজ্ঞ। সত্যাগ্রহ সত্য প্রতিষ্ঠার জন্য আগ্রহ। ধর্মঘট। সত্যাগ্রহী সত্য প্রতিষ্ঠায় আগ্রহী। ধর্মঘটী, যিনি সত্য ও ন্যায্য অধিকার রক্ষার জন্য প্রতিজ্ঞা করেন, যিনি কোনো ন্যায্য দাবি পূরণের জন্য ধর্মঘট করেন বা দুখকষ্ট বরণ করেন। সত্যানুরক্তি সত্যের প্রতি আসক্তি। তিন সত্য/সত্যি দৃঢ় প্রতিজ্ঞা, শপথবিশেষ,

সত্যি এর বাংলা অর্থ