সদ্য শব্দের বাংলা অর্থ সেই ক্ষণে, মাত্র, এইমাত্র, টাটকা। সদ্যপক্ব সবেমাত্র পেকেছে এমন, সদ্য রান্না করা হয়েছে এরূপ। সদ্যপাতী, সদ্যপাতী ওঠার সঙ্গে সঙ্গে পড়ে এমন, অতিশয় ক্ষণস্থায়ী, অত্যন্ত নশ্বর। সদ্যবিগত সম্প্রতি অতীত হয়েছে এমন। সদ্যসদ্য তন্মুহুর্তে, তৎক্ষণাৎ, সঙ্গে সঙ্গে। সদ্যস্নাত এইমাত্র স্নান করেছে এমন। সদ্যস্নাতা। সদ্‌যুক্তি উত্তম পরামর্শ। সদ্যোজাগ্রৎ এইমাত্র নিদ্রা থেকে জাগরিত। সদ্যোজাত সদ্যপ্রসূত, নবোৎপন্ন। সদ্যোজীবী ক্ষণস্থায়ী। সদ্যোমুক্ত, সদ্যমুক্ত বন্ধন থেকে এইমাত্র মুক্ত। মৃত্যুমাত্র মোক্ষপ্রাপ্ত। সদ্যোমৃত, সদ্যমৃত এইমাত্র মৃত্যু হয়েছে এমন। সদ্যোমৃতা, সদ্যমৃতা,

সদ্য এর বাংলা অর্থ