সন্ধি শব্দের বাংলা অর্থ মিলন, বিবদমান পক্ষসমূহের মধ্যে ঐক্যস্হাপন বা শান্তিস্হাপন, রাজনৈতিক চুক্তি মিলনস্হান বা জোড় শরীরের অঙ্গপ্রত্যঙ্গের মিলনস্হান বা গ্রন্হিমুখ মিলনকাল দিনরাত্রি বা দুই তিথি ইত্যাদির মিলনকাল খোঁজ, সন্ধান, রহস্য কৌশল9 সুড়ঙ্গ, সিঁদ0 সন্নিহিত দুই ধ্বনির মিলন। কাল, ক্ষণ সংযোগকাল, এক কালের অবসান ও অন্য কালের আরম্ভের সময়,পত্র বিবাদের রফানিষ্পত্তির পরে বিবাদী পক্ষদ্বয়ের পরস্পরকে প্রদত্ত প্রতিশ্রুতিপত্র, treaty.,পূজা মহাষ্টমীর অবসান হয়ে মহানবমীর সঞ্চার হচ্ছে ঠিক এমন সময়ে দুর্গাপূজা।বদ্ধ রাজনৈতিক বা চুক্তির দ্বারা আবদ্ধ।বাত গেঁটে বাত।বিগ্রহ রাজনৈতিক ও যুদ্ধ।ভঙ্গ রাজনৈতিক চুক্তিবিরোধী কাজ। দেহের অঙ্গপ্রত্যঙ্গের গ্রন্থি বা মিলনস্থল, দেহগ্রন্থি। বিবদমান পক্ষদ্বয়ের রাজনৈতিক চুক্তি সম্পাদন। মিলনকাল। সন্ধান, রহস্য। কৌশল, তত্ত্ব। দুই বর্ণের মিলন। সুড়ঙ্গপথ। সমাবেশ। ক্ষণ এক সময়ের অবসান অন্য সময়ের আরম্ভ। চোর সিঁধেল চোর। পূজা মহাষ্টমী ও মহানবমীর কালে দুর্গাপূজা। বদ্ধ রাজনৈতিক বা পারস্পরিক চুক্তিতে আবদ্ধ। মিলন। বন্ধ অঙ্গপ্রত্যঙ্গের সংযোগ, শিরা। বাত শরীর সংযোগস্থানে উৎপন্ন বাত রোগ। বিগ্রহ চুক্তিবদ্ধ হওয়া এবং পরে চুক্তিভঙ্গ করা, বন্ধুত্ব ও বিবাদ। ভঙ্গ চুক্তিভঙ্গ করা। গ্রন্থিচ্যুতি, dislocation। মুক্ত সংযোগ ছিন্ন হওয়া, গ্রন্থি বা অস্থিচ্যুত,

সন্ধি এর বাংলা অর্থ