সুধা শব্দের বাংলা অর্থ অমৃত। জ্যোৎস্না। চুন। জল, পানি। সুধাংশু চাঁদ। সুধাকন্ঠ সুমধুর কন্ঠ। যার কন্ঠ অতি মধুর। সুধাকর চাঁদ। সুধাকার চুনকামকারী। সুধাজীবী রাজমিস্ত্রি। সুধাদ্রব চুনে মিশ্রিত জল। সুধাদবলিত চুনকামের ফলে সাদা। সুধানিধি সুধাংশু। সুধাপাত্র সুধা রাখার পাত্র, অমৃত ভাণ্ড। সুধা পান অমৃত পান। মদ খাওয়া, মদ্যপান। সুধাপূর্ণ অমৃতে পরিপূর্ণ। অতিশয় মধুর। সুধাবর্ষী চাঁদ। অতিশয় স্নিগ্ধ। সুধাবাস চাঁদ। সুধাময় অমৃতপূর্ণ। সৌধ, অট্টালিকা। সুধাময়ী। সুধামাখা অমৃতমাখা, অত্যন্ত মধুর বা মিষ্ট। সুধামুখ মিষ্টিমুখ। সুধামুখী মধুরভাষী। সুধারস অমৃত। সুধাসমুদ্র সাত সমুদ্রের মধ্যে অন্যতম। সুধাসিক্ত অমৃতে ভরপুর। সুধাসিন্ধু সুধাসাগর। সুধাস্পর্ধী অমৃতকে পরাজিত করে এমন, তুলনাহীন মধুর। সুধাহর, সুধাহৃৎ গরুড়,

সুধা এর বাংলা অর্থ