হাড় শব্দের বাংলা অর্থ অস্থি। মর্ম, শরীরের অন্তরতম বা গভীরতম স্থান। হাড় কাটে তো মাস কাটে নাঅত্যন্ত ভোঁতা অতচ ভারী অস্ত্র, ভারহেতু হাড় ভাঙে কিন্তু ধার না থাকায় মাংস কাটে না। হাড় কালি হওয়া, হাড় ভাজা হওয়া অত্যন্ত দুখ কষ্ট ভোগ করা। অতিরিক্ত পরিশ্রমে নির্জীব হয়ে পড়া। হাড়কৃপণ, হাড়কিপটে অতি কৃপণস্বভাব। হাড় গুঁড়া করা ভীষণভাবে প্রহার করা। হাড়গোড় অস্থিপঞ্জরাদি, অস্থি ও উপাস্থি প্রভৃতি। হাড় জিরজিরে কঙ্কালসার। হাড় জুড়ানো স্বস্তি লাভ করা, শান্তি পাওয়া। হাড় জ্বালানো অতিশয় জ্বালাতন করা। অত্যন্ত জ্বালাতন করে এমন। হাড়বজ্জাত অতি দুষ্ট প্রকৃতির লোক। হাড় ভাঙা খুব মার দেওয়াচোট পেয়ে বা দুর্ঘটনায় হাড্‌ডি ভেঙে যাওয়া। অতিশয় শ্রমসাধ্য। হাড় ভাজা ভাজা হওয়া নির্যাতিত হওয়া। হাড় মাটি করা দেহপাত করা। হাড়মাস অস্থি ও মাংস। হাড়মাস আলাদা করা নিদারূণ প্রহার করা। হাড়হদ্দ শরীরের গভীরতম অস্থিসীমা পর্যন্ত, আদ্যন্ত, নাড়িনক্ষত্র। হাড়হাবাতে একেবারে নিস্ব, লক্ষ্মীছাড়া। হাড়ে চটা অত্যন্ত ক্রুদ্ধ, অতিশয় চটা ভাবাপন্ন। হাড়ে বাতাস লাগা স্বস্তিবোধ করা, বিশ্রাম ও শান্তি ভোগ করা। হাড়ে দূর্বা গজানো দীর্ঘ বা বিফল প্রতীক্ষা করা। পাকা হাড়, পাকা হাড্ডি অভিজ্ঞ ব্যক্তি, কুলীন,

হাড় এর বাংলা অর্থ