হাঁড়ী শব্দের বাংলা অর্থ রন্ধন করবার পাত্রবিশেষ, ক্ষুদ্র জালার মতো পাত্র। হাঁড়িকুঁড়ি হাঁড়ি, কলসি প্রভৃতি। হাঁড়িঠেলা ক্লেশকর রান্নার কাজ করা। হাঁড়িপানা হাঁড়ির মতো বৃহৎ গোল, ব্যবহৃত হাঁড়ির ন্যায় কালো, বৃহৎ, গোল। মলিন, বিষণ্ন। হাঁড়িমুখ গম্ভীর মুখ, কালো মুখ। হাঁড়ির খবর ভেতরের খবর। হাঁড়ির মুখের মতো সরা হওয়া যেমন খারাপ কন্যা তেমন খারাপ বর হওয়া,

হাঁড়ী এর বাংলা অর্থ