হাতি শব্দের বাংলা অর্থ হস্তী, গজ, করী। অত্যন্ত স্থুলকায় ব্যক্তি, খুব মোটা লোক।হাতি পোষা অত্যন্ত ব্যয়সাধ্য কাজ করা। হাতির খোরাক প্রচুর ব্যয়, বিরাট খরচ। হাতির পাঁচ পা দেখা অতিশয় বাড়াবাড়ি করা। হাতির ভোগে/ হাতির মুখে দূর্বা ঘাস যেখানে প্রভূত ভোজ্যের প্রয়োজন সেখানে অল্প খাদ্যের আয়োজন। হাতি শাল পিলখানা, হাতির আস্তাবল। হাতিশুড় একপ্রকার গুল্ম যার ফুলের মঞ্জরি হাতির শুঁড়ের মতো। দুয়ারে হাতি বাঁধা থাকা অত্যন্ত ধনী হওয়া,

হাতি এর বাংলা অর্থ