আ শব্দের বাংলা অর্থ স্বরবর্ণমালার দ্বিতীয় ধ্বনিজ্ঞাপক বর্ণ। উচ্চারণস্থান কন্ঠ। স্বরধ্বনিরূপে উচ্চারণ একমাত্রিক। বিবৃত আহবানে ও গানে ‘আ’ প্লুত হয়। ‘মা’ ‘আপন’ প্রভৃতি শব্দে আ ধ্বনি দীর্ঘ, কিন্তু ‘কালো’ ‘দাতা’ প্রভৃতি শব্দে হ্রস্ব। ব্যঞ্জনবর্ণের সাথে যুক্ত হলে এটি ‘v’ রূপ লাভ করে। আরবি আলিফ এর সঙ্গে তুলনীয়।

আ এর বাংলা অর্থ