দু শব্দের বাংলা অর্থ ই, দো। অজয়াজয়াজি দ্বিতীয়। দ্বিগুণ। আধারী ই পার্শ্বস্থিত। য়ানি, য়নি পূর্বে প্রচলিত ই আনা বা আট পয়সা মূল্যের মুদ্রাবিশেষ, বর্তমানে প্রচলিত বারো বা তেরো পয়সা মূল্যের সমান মুদ্রা। য়াব দোয়াব। আভুআ দ্বিধা, সন্দেহ। এক সামান্য, অল্প কিছু। কথা সামান্য কথা অল্প ও সাধারণ কথা। কড়া কথা, তিরস্কার। কথা শোনানো কড়া কথা বলা, শক্ত শক্ত কথা বলা। কথা হওয়া কথা কাটাকাটি বা বচসা হওয়া। মতভেদ হওয়া। কলম লেখা অল্প লেখা। কাঠি বাজানো ঝগড়া বাধানো। কান কাটা নির্লজ্জ। কুল পিতার বংশ ও মায়ের বংশ। পিতার বংশ ও শ্বশুরের বংশ। কূল ই তীর। ইহকাল ও পরকাল। পরস্পরবিরোধী, উভয়সঙ্কট, বিকল্প পন্থা। পতিগৃহ ও পিতৃগৃহ। সকল আশ্রয়। খানা, খানি, খান ই খণ্ড, ইটি জিনিস। ই খণ্ডে বিভক্ত। অল্প কয়েকটা। ঘড়ি দ্বিপ্রহর, মধ্যাহ্ন। মধ্যরাত্রি। ই ঘণ্টা। চারিণী দ্বিচারিণী, কূলটা। চালা দো। চুচকো মুখো, যে ই পক্ষকেই খুশি করে কথা বলে। চোখ উভয় চক্ষু, নয়নদ্বয়। দৃষ্টি। চোখের দেখা কিছুক্ষণের দেখা। চোখের বিষ অত্যন্ত অপ্রিয়, চক্ষুশূল, বিদ্বেষের পাত্র, শত্রু। টা, টি, টো ই সংখ্যক। সামান্য কয়েকটা। সামান্য কিছু। টানা, তরফা, তলা, তারা, তালা দো। ধারি, ধারী দোধারি। ন বাদ্যের দ্রুত তালবিশেষ, ই মাত্রার বোল একমাত্রায় বাদন। ন নো। নলা, নালা দোনলা। না, নু, ন ই গুণ, দ্বিগুণ ডবল। নৌকায় পা দেওয়া পরস্পরবিরোধী ‍ই পক্ষের সঙ্গেই সম্পর্ক বজায় রাখতে গিয়ে নিজের সর্বনাশ ডেকে আনা। পহর দ্বিপ্রহর, মধ্যাহ্ন বা মধ্যরাত্রি। পাক, দোপাক বার পাক দেওয়া হয়েছে এমন। ই চক্কর, বার বা অল্প কয়েক বার পরিবেষ্টন। কিছুক্ষণের জন্য ভ্রমণ। পেয়ে, ফলা দো। ফাল, ফালি দোফাল। মনা, দোমনা দ্বিধাগ্রস্ত, সন্দিগ্ধ বা দোলায়িত চিত্ত। অস্থিরচিত্ত। যার মন টি ভিন্ন বিষয়ে আকৃষ্ট। মুখো, দোমুখো ই মুখ আছে এমন, ই মুখযুক্ত। ই দিকে যাওয়া যায় এমন। মুখ দিয়ে ই রকম কথা বের হয় এমন, সম্মুখে একভাবে এবং আড়ালে অন্যভাবে কথা বলে এমন। মুঠা, মুঠো ই মুষ্টি পরিমান। কিঞ্চিৎ, সামান্য, অল্প পরিমাণ। মেটে, দোমেটে বার মাটির প্রলেপ দেওয়া হয়েছে এমন। দ্বিতীয়বার সংস্কার করা হয়েছে এমন। য়ানি আনি। য়ের বা’র অযোগ্য, কোনো কাজের উপযুক্ত নয় এমন। সন্ধ্যা ক্রিবিন বেলা, দিনে ও রাত্রে। সুতি, সুতী ডবল সুতায় বোনা হয়েছে এমন। ডবল সুতায় বোনা কাপড়। হাত এক করা অঞ্জলি করা। বিবাহ দেওয়া। হাত এক হওয়া বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া। হাতিয়া, দোহাতিয়া, হাথিয়া হাত্তা ই হাতওয়ালা। ই হাত দিয়া দেওয়া,

দু এর বাংলা অর্থ