ধোবি শব্দের বাংলা অর্থ রজক, কাপড় ধোলাই করা যার বৃত্তি। হিন্দু জাতিবিশেষ। ধোপানী, ধোবানী। ধোপানাপিত বন্ধ করা সমাজচ্যুত করা, একঘরে করা, ধোপা ও নাপিতের সেবা হতে বঞ্চিত হওয়া রূপ সামাজিক দণ্ড দেওয়া। ধোপার গাধা, ধোবার গাধা যে অন্যের জিনিস বহন করে অথচ ভোগ করতে পারে না। চিনির বলদ। ধোপার পাট ধোপা যে পাটা সদৃশ চওড়া কাঠের উপর কাপড় কাচে। ধোপার বাড়ি দেওয়া অপরিচ্ছন্ন কাপড় ধোয়ার জন্য ধোপাকে দেওয়া। ধোপার ভাঁড়ার প্রচুর আছে অথচ খরচ করার উপায় নেই, অব্যবহার্য বা অকেজো ভাণ্ডার, অন্যের কাপড়ে ধোপার ঘর পরিপূর্ণ অথচ সেসব কাপড় ব্যবহার করার উপায় নেই। ধোপে টেকা কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হওয়া। নানা বাধাবিঘ্ন অতিক্রম করে টিকে থাকা। ধোবি/ধোপি আছাড় ধোপা যেভাবে পাটে আছড়িয়ে কাপড় ধোয়। নির্মম ব্যবহার, নিষ্ঠুর আচরণ। ধোবির/ধোপার/ধুপির বোঝা অন্যের বোঝা। অপরের দায়িত্ব,

ধোবি এর বাংলা অর্থ