পুরাণ শব্দের বাংলা অর্থ ভারতে বৈদিক যুগের পরবর্তী কালের ইতিহাস বা জনশ্রুতি অবলম্বনে সংকলিত গ্রন্হাদিপ্রসিদ্ধ অষ্টাদশ প্রাচীন কাহিনি, পুরাতন, প্রাচীন। কর্তা̃ কার রচয়িতা।পুরুষ পরব্রহ্ম, বিষ্ণু।প্রসিদ্ধিউল্লেখ, অতি প্রাচীন খ্যাতি। প্রাচীন কাল থেকে পুরুষানুক্রমে প্রবহমান কাহিনী, বিশেষত কোনো জাতির আদি ইতিহাস সম্পৃক্ত বিশ্বাস, ধারণা ও নৈসর্গিক ঘটনাবলির ব্যাখ্যা, অতিকথা, মিথ, myth। পুরাকালের হিন্দু সম্প্রদায়ের প্রসিদ্ধ ব্যক্তি ও সমাজ ধর্ম ইত্যাদি অবলম্বনে সংস্কৃতে রচিত আখ্যায়িকা বা কথা, mythology। পুরাতন, পুরাকালীন, প্রাচীন। অনাদি। কর্তা, কৃত, কার রচনা করেছেন যিনি। পুরুষ হিন্দু মতে পরমাত্মা, পরব্রহ্ম। প্রসিদ্ধি শাস্ত্রে খ্যাত। অতি প্রাচীন খ্যাতি,

পুরাণ এর বাংলা অর্থ