সুর শব্দের বাংলা অর্থ স্বর বা ধ্বনি। কণ্ঠস্বর। সঙ্গীতের তাল। মিল। মত। সুর তোলা এক ধরনের কথা বলা। মিলিতভাবে কথা তোলা। সুর বদলানো কথার মোড় ঘুরিয়ে দেওয়া। সুর বাহার বীণা জাতীয় বাদ্যযন্ত্রবিশেষ। সুরবোধ সঙ্গীতের তাল ইত্যাদি সম্বন্ধে জ্ঞান। সুরলাপ গানের সুর ও রাগরাগিণী ভাঁজা,

সুর এর বাংলা অর্থ